পাপিয়াদের দরকার নেই- পাংশায় আ:লীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রহমান-

- Update Time : ০৭:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ২৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রহমান বলেছেন, আওয়ামীলীগে পাপিয়াদের দরকার নেই, এই দল থেকে পাপিয়াদের ঝাটিয়ে বিদায় করতে হবে। সেই প্রস্তুতি নিয়ে আপনাদের এগোতে হবে।
আজ সোমবার দুপুরে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ ময়দানে পাংশা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাংশা উপজেলা আওয়ামীলীগের বিদায়ী সভাপতি এ.কে.এম.শফিকুল মোরর্শেদ আরুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধানবক্তা ছিলেন. কেন্দ্রেীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আ.লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার প্রমুখ।

পরে পাংশা উপজেলা আ.লীগের নতুন কমিটির সভাপতি হিসেবে খন্দকার সাইফুল ইসলাম বুরোকে সভাপতি এবং ডাঃ এ.এফ.এম শফিউদ্দিন পাতাকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়