গোয়ালন্দে প্রদীপ্ত চক্রবর্তী কান্ত’র উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ –

- Update Time : ১০:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
- / ৩০ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্তর উপর হামলার ঘটনায় সাজ্জাদ সোহাগ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ পৌরসভার ৭ নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়া মহল্লার মৃত আবুল কালাম আজাদের ছেলে। বুধবার দিনগত মধ্যরাতে দৌলতদিয়া তেলের পাম্পের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল শেষে নিজ গাড়িতে করে রাজবাড়ী ফিরছিলেন আওয়ামীলীগের ওই নেতা ও তার বন্ধু আলাউদ্দিন মোল্লা। ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রীজ এলাকায় আসলে ৮/৯টি মোটর সাইকেলে হেলমেট পড়া ১৭/২০ জন যুবক তাদের উপর হামলা করে। হাতুরি ও দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে তাদের প্রাইভেট কারটি ভাঙচুর করে। এরপর গাড়ি থেকে তাদের নামিয়ে পিটিয়ে জখম করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়