সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা –

- Update Time : ০৮:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
- / ২৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম -এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজবাড়ীর জেলা শহরের সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীক গড়ে ওঠা কোচিং বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁস, বাস ভাড়া নিয়ন্ত্রণে রাখা, দৌলতদিয়া পতিতা পল্লী কেন্দ্রীক মাদকের বিস্তারসহ নানা বিষয় উপস্থাপন করা হয়।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান। সে সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, সাংবাদিক সানাউল্লাহ, মোশারফ হোসেন, কাজী আব্দুল কুদ্দুস, মোঃ জাহাঙ্গীর হোসেন, এজাজ আহম্মেদ, শামিমা আক্তার মুনমুন, সুমন বিশ^াস, রবিউল ইসলাম প্রমুখ।
এর আগে সকালে জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন সংগঠনের সাথে মতিবিনিময় সভা করেন জেলা প্রশাসক।
নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আপনাদের একটা নিউজ অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাই নিউজ করার ক্ষেত্রে তথ্য প্রমাণ নিতে হবে। আপনাদের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই এবং আপনাদের কোন অভিযোগ বা মতামত থাকলে আমাকে বলবেন।
উল্লেখ্য, চলতি মাসের ২৩ জুন দিলসাদ বেগম নবাগত জেলা প্রশাসক আনুষ্ঠানিক ভাবে রাজবাড়ীতে যোগদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়