রাজবাড়ীর আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ গ্রেপ্তার

- Update Time : ১০:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৪৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী রাজবাড়ীর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য হাফিজুর রহমান ওরফে হাফিজ (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের ভবানীপুর রেল কলোনীর বাসা থেকে থানা পুলিশ সদস্যরা গ্রেপ্তার করে। হাফিজ জেলা শহরের বিনোদপুর গ্রামের মৃত আতিয়ার রহমান মুন্সির ছেলে এবং তিনি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, হাফিজকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গত ৩০ আগস্ট দায়েরকৃত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া রাজবাড়ীর আদালতে ৫ বছর পূর্বে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে একটি মামলা দায়ের করা হয়েছিলো। হাফিজ ওই মামলার বাদী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়