পাংশার পদ্মার চর থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার
- Update Time : ০৯:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ২০৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় পদ্মার চর থেকে উলঙ্গ অবস্থায় আবজাল খাঁ (১৫) নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কাশেম খার ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়ার গ্রামের পদ্মার চর থেকে উলঙ্গ অবস্থায় প্রতিবন্ধী বালকের লাশ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।
নিহত আফজাল খার বাবা কাশেম খা বলেন, গত বুধবার (২২ মার্চ) বাড়ী থেকে হারিয়ে যায় আফজাল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যার পর জানতে পারি পদ্মা নদীর চরে লাশ পাওয়া গেছে। এসে দেখি ছেলে উলঙ্গ অবস্থায় বসে আছে, কিন্তু সে মৃত।
সহকারী সিনিয়র পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, আফজাল খা আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও পাংশা থানার এক পুলিশ অফিসার তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার পরিবার জানাযন যে তার মাথায় সমস্যা আছে। শুক্রবার সন্ধ্যার স্থানীয়রা থানায় ফোন করে বলে পদ্মার চরে একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়