বালিয়াকান্দি থেকে ৫০ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ, জরিমানা
- Update Time : ১০:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ২ টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা এর নেতৃত্বে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বালিয়াকান্দি বাজারে দুইটি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ৭ হাজার টাকা জরিমানা আদায় করাহয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জাহিদ হাসান।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার/ক্রয়/বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়