স্বাস্থ্য বিধি না মানায় রাজবাড়ীর নয়া টেস্ট বেকারী ও লতিফ হোটেলকে জরিমানা –
- Update Time : ১১:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ২৯ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
স্বাস্থ্য বিধি না মানায় রাজবাড়ী বাজারের নয়া টেস্ট বেকারী ও লতিফ হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকালে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, রাজবাড়ী জেলা প্রশাসনের নিযুক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার।
জানাগেছে, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাঠে নেমেছে প্রশাসন। এরই অংশ হিসেবে রাজবাড়ী বাজারের লতিফ হোটেল ও নয়া টেস্ট বেকারীর কর্মচারীরা মাস্ক ও হ্যান্ড গ্লোভস ব্যবহার না করে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ২০১৮ সালের আইনের ৬১ ধারায় সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সে সময় আদালত নয়া টেস্ট বেকারীতে ২ হাজার এবং লতিফ হোটেলকে ১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করার পাশিপাশি সতর্ক করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়