পাংশায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভেঙ্গে উচ্ছেদ করা হলো তিন ইটভাটা –

- Update Time : ১১:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ২৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা এলাকাতে তিনটি ইটভাটা ভেঙ্গে পানি দিয়ে আগুন নিভিয়ে উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ওই সব ভাটা মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পর্যন্ত রাজবাড়ীর এনডিসি রফিকুল ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ওই অভিযান পরিচালনা করে।
ফরিদপুরের পরিবেশ অধিদপ্তরের ইন্সেপেক্টর তুহিন আলম জানান, আইন অমান্য করে গড়ে তোলা জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের যশাই স্কুলের প্রধান শিক্ষক আবু খানের মালিকানাধীন জেকেবি ইটভাটা, হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের তানবির রহমানের মালিকানাধীন এসকেবি এবং একই ইউনিয়নের কাচারিপাড়ার চরঝকড়ি গ্রামের কামাল মন্ডলের মালিকানাধীন এসকেবি-২ ভাটায় তারা ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। সে সময় ওই সব ইটভাটায় ব্যবহৃত ড্রাম চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেয়ার পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যরা পানি দিয়ে তা নিভিয়ে উচ্ছেদ করে। সেই সাথে প্রতিটি ভাটা মালিকের কাছ থেকে এক লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়