সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে- কালুখালীতে এমপি জিল্লুল হাকিম –

- Update Time : ০৯:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ২৭ Time View

শহিদুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম বলেছেন, সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য আন্তরিকতার সহিত কাজ করছে। কারন আওয়ামীলীগ বিশ্বাস করে,শিক্ষার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারবে।
তিনি গতকাল সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলার পাঁচটিকরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এলাকার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ভবন নির্মান কাজ শুরু হয়েছে। এসব বিদ্যালয়গুলোর শিক্ষার মনোরম পরিবেশ সৃষ্টি হচ্ছে। এটা আওয়ামীলীগ সরকারের বড় সাফল্য। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ: খালেক,প্রকৌশলী মো: তৌহিদুল হক জোয়াদ্দার,ঠিকাদার উত্তম কুমার কুন্ডু , বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতি রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়