কালুখালীতে ঐতিহ্যবাহী লাঠিবাড়ী ও ঢেকি খেলা অনুষ্ঠিত
- Update Time : ০৯:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিবাড়ী ও ঢেকি খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড় চৌবাড়ীয়া গ্রামের যুব সংঘের আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলায় ৬টি দলের অংশগ্রহণে প্রথম স্থান অধিকার করে স্বনামধন্য লাঠি খেলোয়ার আফসার সরদার, দ্বিতীয় মাসুদ সরদার এবং তৃতীয় বাহাদুর সরদার। খেলা শেষে সন্ধার পূর্বে পুরস্কার বিতরণী সভায় স্থানীয় আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌরাট ইউপি সদস্য সুজয় দত্ত অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক মোঃ ফজলুল হক এছাড়াও হুমায়ুন কবির, তোমেজ মন্ডল, আবু বক্কার মন্ডল, চন্দন বসু, খেলা পরিচালনাকারী রেফারি রুস্তম মিয়া, আক্তার মাষ্টার ও যুব সংঘের সঞ্জিব দত্ত প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। বিশেষ আকর্ষন ঢেকি খেলা প্রদর্শন করেন স্থানীয় মাসুদ সরদার তিনি ২টা ঢেকির মাঝখানে দুইজন শক্তিশালী যুবক চাপা দেওয়ার পরেও তিনি কৌশলে বেড়িয়ে আসেন। এসময় হাজরো দর্শক মাসুদ সরদারকে হাতে তালি দিয়ে সংবর্ধনা করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়