রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলের ক্ষমতা পেলেন ৮ কর্মকর্তা
- Update Time : ১০:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ৭৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভায় প্রশাসক নিয়োগের পর এবার ৯টি ওয়ার্ডে প্রশাসকের কর্মসম্পাদনে সহযোগিতার জন্য জেলায় কর্মরত ৮ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানাগেছে, গত ১৫ অক্টোবর পৌরসভার প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই দায়িত্ব বন্টন করা হয়। এক অফিস আদেশের মাধ্যমে দায়িত্ব বন্টন করেন, রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক। ৫নং ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনকে, ৯নং ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে, রাজবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, ৭নং ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে, রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, ২নং ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ১নং ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান এবং ৩ ও ৪ নং ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে, রাজবাড়ীর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ আজমীর হোসেন।
উল্লেখ্য, কমিটির সদস্যদের স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৪২ ক (২) অনুযায়ী দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ডের কাউন্সিলের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়