কালুখালীর আড়পাড়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন আর নেই
- Update Time : ১০:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ৫৭ Time View
সাহিদা পারভীন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্য্যদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আফসার উদ্দিন (৫৫) আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নিজ বাড়ীতে হঠাৎ হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন এবং সহকর্মীদের রেখে গেছেন।
বিকালে স্থানীয় সূর্যদিয়া মসজিদের ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাড়ীর পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা গেছে, গুনি শিক্ষক আফসার উদ্দীন ১৯৯৮ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতায় যোগদান করে। তার প্রথম কর্মস্থল মহেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এরপর সে গড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতা করেন। তিনি ২০০৭ সালে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হন। একজন দক্ষ শিক্ষক হিসেবে তার জুড়ি মেলা দায়। জানাজার পূর্বে তার স্মৃতিচারণ করতে গিয়ে সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস জানান, সততা, বিনয়ী ও দক্ষতায় আফসার উদ্দীন সবার সেরা ছিলো। সে ছিলো মানুষ গড়ার এক অনন্য কারীগড়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়