রাজবাড়ীতে বিএনপি’র জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল

- Update Time : ০৫:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ৪০ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
গনতন্ত্র পূনরুদ্ধার ও সৈরাচারী সরকার পতনের এক দফা দাবী আদায়ের লক্ষে রাজবাড়ী জেলা বিএনপি বিক্ষোভ ও জনসমাবেশ করেছে।
সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিভিন্ন স্লোগানে মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে জেলা বিএনপির আরেকটি অংশ বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা,নির্যাতন ও গন গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে নেতারা।
এসময় নেতারা সরকারকে তার অবৈধ ক্ষমতা হস্তান্তর করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দেওয়ার আহব্বান জানান নেতারা।আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে।জনগন ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করবে বলে বলেন বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়