গোয়ালন্দে জেলা আ:লীগের নেতাদের উপর সন্ত্রাসী হামলা, প্রাইভেটকার ভাংচুর –

- Update Time : ০৯:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯
- / ৩৪ Time View

স্বপন কুমার বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দে জেলা আওয়ামীলীগ নেতাদের উপর দূর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রীজ এলাকায় ওই ঘটনা ঘটে। সে সময় হামলাকারীরা নেতাদের বহণকারী প্রাইভেটকারটিও ভাংচুর করে।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত জানান, গতকাল বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে তিনি রাজবাড়ী জেলা শহরের উদ্দেশ্যে রওনা হন। তাদের বহণকারী প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রীজ এলাকায় পৌছতেই ১০/১২টি মোটরসাইকেলে আসা একদল দূর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে তাদের উপর হাতুড়ি ও লাঠিশোঠা নিয়ে হামলা চালায়। এতে গাড়িতে থাকা তিনি ও অপর আরোহি আলাউদ্দিন আহত হন এবং গাড়িটিও ভাংচুর করা হয়। হামলাকারীরা নুরু মন্ডলকে দুরে রেখে কমিটি করতে নিষেধ করেন। পরে আহতদের রাজবাড়ী ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেখানে জেলা ও পৌর আওয়ামীলীগের নেতারা তাদের দেখতে যান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়