রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের মনোনিত এমপি খোদেজা সৌজন্য সাক্ষাৎ করলেন জিল্লুল হাকিম সাথে –

- Update Time : ০৯:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
- / ২৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসন ৩৩৮-এর এমপি হিসেবে ইতি মধ্যে মনোনিত করা হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বকশীপুর গ্রামের মেয়ে এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন। তিনি বকশীপুরের মুরহুম এসএম মোতাহার হোসেনের ছোট মেয়ে এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক।
তিনি রবিবার রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি রাজবাড়ী -২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম’র ঢাকাস্থ বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। খোদেজা নাসরিন আক্তার হোসেন এক প্রতিক্রিয়া বলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতজ্ঞ। তাকে দলের একজন নিবেদিত কর্মী হিসেবে সংরক্ষিত মহিলা আসন ৩৩৮-এর এমপি হিসেবে মনোনিত করায়। ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনকালীন সময়ে দূর্বৃত্তরা পেট্রোল বোমা দিয়ে বিহঙ্গ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়। ওই বাসে তখন তিনি আদালত থেকে বাসায় ফিরছিলেন। আগুনে সে সময় তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। রাজবাড়ী জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং মাদক ও দূর্নীতির বিরুদ্ধে কাজ করার দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন এই নেত্রী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়