আরডিএ বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়
- Update Time : ১০:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ) এর আয়োজনে এবং ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স এন্ড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসির সহযোগিতায় “গণতন্ত্রে তারুণ্য” কে প্রতিপাদ্য রেখে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিযোগিতাটিতে রাজবাড়ী জেলার আটটি দল অংশগ্রহণ করে।
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক উদ্দিনের সভাপতিত্বে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক সুরজিত চক্রবর্তী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি এবং আরডিএ এর যুগ্ম সম্পাদক সাদ আহমেদ সাদী এবং ইয়ুথ ফর পলিসির ফেলো শাখাওয়াত শ্রাবণ। উদ্বোধনী পর্বটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশেনের (জেইউডিও) সাধারণ সম্পাদক এবং আরডিএ এর সহ-সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমীদ খান রাইয়ান।
প্রতিযোগিতাটির ফাইনালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। ফাইনালের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক তাসলিমা আক্তার তমা। এবং টুর্নামেন্ট সেরা বিতার্কিক নির্বাচিত হন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক আয়েশা সিদ্দীকা।
সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, আরডিএর সাধারণ সম্পাদক মোঃ ফারুক উদ্দিন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং আরডিএর উপদেষ্টা মোঃ রেজাউল করিম এবং সমাপনী পর্বটিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশেনের (জেইউডিও) সাধারণ সম্পাদক এবং আরডিএ এর সহ-সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমীদ খান রাইয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়