৮৪০ বোতল ইসকাফসহ রাজবাড়ী শহরের দু’মাদক কারবারি গ্রেপ্তার
- Update Time : ০৩:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৩৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের বাসিন্দা ওই ব্যক্তিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ওই জেলার ডিবি পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮৪০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ উদ্ধার করেছে একই সঙ্গে একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী জেলা শহরের লক্ষীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে মো. সাইদুল সরদার (৩৯) এবং একই জেলার বিনোদপুর গ্রামের কেয়াম উদ্দিন মল্লিকের ছেলে মো. শহীদুল ইসলাম (৩৫)।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজারপাড়া মসজিদের সামনে থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে সেটি থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়ির চালক সংকেত অমান্য করে ডিবির অভিযানিক টিমের ভাড়ায় ডিউটিরত একটি মাইক্রোবাসে সজোরে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে অতিরিক্ত ফোর্সের সহায়তায় প্রাইভেটকারটি আটক করা হয়।
পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ৮৪০ বোতল কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইসকাফ’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ২০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এছাড়া অভিযানে একটি প্রিমিও (Premio) রেড-ওয়াইন রঙের প্রাইভেটকার (আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা), একটি বাটন মোবাইল ফোন এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































