রাজবাড়ীর আদালত চত্বরে ‘জয়বাংলা’ শ্লোগান- গ্রেপ্তার ৫
- Update Time : ১১:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ৩১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, বিস্ফোরক ব্যবহার ও হত্যাচেষ্টার মামলায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাজবাড়ীর আদালত চত্বরে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় পুলিশ অভিযান জোরদার করে। ওই দিন দুপুরে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাকে আদালত থেকে পুনরায় জেলা কারাগারে নেওয়ার সময় কতিপয় ব্যক্তি আদালত চত্বরে ‘জয়বাংলা’ স্লোগান দেয় বলে অভিযোগ উঠে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, আদালত চত্বরে স্লোগান দেওয়ার ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাজবাড়ী জেলা শহরের চরলক্ষিপুর (নতুন বাজার) এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাজ্জাদ হোসাইন (২১), পিতা- মোঃ আব্দুল হাকিম মোল্লা, মোঃ পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), পিতা- মোঃ আব্দুল হামিদ শেখ, মোঃ জনি শেখ, পিতা- মোঃ সামছুল আলম, তৌফিক আহম্মেদ তাহিম, পিতা- সাহাবুদ্দিন শেখ ও মোঃ মুনজিল শেখ, পিতা- মোঃ মালেক শেখ। সকলের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষিপুর (নতুন বাজার) এলাকায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক জানান, মামলাটির তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রাপ্তবয়স্ক আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































