রাত ৮টার পর নির্বাচনী প্রচারণা: কালুখালীতে হাতপাখা প্রতীকের জরিমানা
- Update Time : ০৩:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাতপাখা প্রতীকের প্রচারণায় ব্যবহৃত মাইকিংয়ের চালককে জরিমানা করা হয়েছে।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর নির্বাচনী প্রচারণায় মাইকিং করায় এ জরিমানা আদায় করা হয়। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কালুখালী উপজেলায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রাত ৮টার পর মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৭ (খ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিধি ২৭ অনুযায়ী হাতপাখা প্রতীকের অনুসারী হেকমত আলীর ছেলে মোঃ শুকুর আলীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, মো. শুকুর আলী কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় রাত ৮টার পর মাইকিং পরিচালনা করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ের পাশাপাশি উপস্থিত অন্যান্য ব্যক্তিদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে আচরণবিধি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































