১৩’শ যৌনকর্মীর জন্য রাজবাড়ীর এসপি মিজানুর রহমানের খাদ্য সহায়তা –
- Update Time : ১১:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানুষের দায়িত্ব। আর দায়িত্ববোধের জায়গা থেকে রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দেশের বৃহত্তর পতিতা পল্লী রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মীদের দিকে। এরই অংশ হিসেবে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকে এ পতিতা পল্লীর ১ হাজার ৩ শত যৌনকার্মীর হাতে ১০ কেজি করে চাউল তুলে দেয়া হয়েছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে দৌলতদিয়ার যৌনকর্মীরা অসহায় ভাবে জীবন যাপন করছে। সামনে পবিত্র ঈদ উল আযহা। এই ঈদ উপলক্ষে দেশের বৃহত্তর যৌনপল্লীর অসহায় ১৩শত যৌনকর্মীকে ১০কেজি করে চাউল দিয়েছেন রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
তিনি আরো বলেন, রাজবাড়ী পুলিশ সুপারের সহযোগিতায় এর পূর্বেও একাধিকবার সহযোগিতা করা হয়েছে।
দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম জানান, করোনাভাইরাসের কারণে ১৪ মার্চ থেকে দৌলতদিয়া পূর্বপাড়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের কারণে দৌলতদিয়া অবস্থিত যৌনকর্মীদের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। কিন্ত ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এর সার্বিক সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশন আমাদের একাধিকবার সহযোগিতা করেছেন। এবং সেই সাথে আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
শনিবার বিকেলে দৌলতদিয়া রেল ষ্টেশন এলাকায় এই ত্রান কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, অসহায় নারী ঐক্য সংগঠনের সম্পাদিকা মনি বেগম, আলেয়া, পারভীন প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































