২ হাজার কর্মহীন পরিবারের জন্য রাজবাড়ী পুুলিশ সুপারের ‘ঈদ উপহার’-
- Update Time : ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ৯৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নেতৃত্বে জেলার কর্মহীন দুই হাজার দরিদ্র মানুষের মাঝে জেলা পুলিশের “ঈদ উপহার” প্যাকেট প্রদান করা হয়েছে। প্রতি প্যাকেটে ছিলো দশ কেজি চাল, দুই কেজি আলু, এক প্যাকেট সেমাই, এক কেজি ডাল, এক লিটার তেল, আধা কেজি চিনি ও একটি সাবান।
শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের কাজী হেদায়েত হোসেন ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে এই উপহার তুলে দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। সে সময় পুলিশ সুপার ছাড়াও রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বক্তৃতা করেন।
এ বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফ উজ জ্জামান, ডিআইও-ওয়ান সাইদুর রহমান, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, ‘করোনার প্রদুর্ভাব মোকাবেলায় শুরু থেকে জেলা পুলিশ সরব ছিলো। যখন কোন দোকানে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছিল না, ওই সময় নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও দশ হাজার মাস্ক তৈরীর করে তা জেলার ৫টি উপজেলার দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করে।’
তিনি জানান, করোনার বিস্তার রোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিলো বিদেশ থেকে ব্যক্তিদের চিহ্নিত করে ওই সব বাড়ী গুলোকে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগানো।
মিজানুর রহমান বলেন, ‘জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হ্যান্ড ওয়াশ র্কণার স্থাপন এবং মানুষকে সচেতন করতে মাইকিংও করা হয়। এছাড়া জীবনের ঝুকি নিয়ে করোনা পজেটিভ রোগীদের হাসপাতালে আনা নেয়া এবং করোনা সন্দেহে মারা যাওয়া ব্যক্তিদের জানাজার দায়িত্বও পালন করে আসছে পুলিশ সদস্যরা।’
তিনি আরো বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এ সব উদ্যোগ নিয়েছেন। রাজবাড়ীর জনসাধারণ এর সুফলও পেয়েছে। যার অংশ হিসেবে তারা “ঈদ উপহার” -এর প্যাকেট তৈরী তা জেলার ৫টি উপজেলার কর্মহীন দরিদ্র পরিবারের সদস্যদের হাতে পৌছে দিলেন। তাদের এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































