রাজবাড়ী শহর প্রতিরক্ষা কাজে কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে -প্রতিমন্ত্রী জাহিদ ফারুক –
- Update Time : ০৫:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ৫৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, নতুন করে রাজবাড়ীর শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ১৬৯৯ কোটি টাকা ব্যায়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। সেটি অনুমোদ হলেই পুনরায় ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জায়গা বুঝে নদীর ভেতর থেকে কাজ শুরু করে ব্লক বসাবেন। তবে সে ক্ষেত্রে আপনাদের ধর্য্য ধরতে হবে।
তিনি বুধবার দুপুরে রাজবাড়ী সদরের গোদার বাজার, চর সিলিমপুর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দেবগ্রাম এলাকার নদী ভাঙ্গন স্প্রিড বোর্ডে ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ৩৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর প্রতিরক্ষা বাধের কাজে কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদসহ উদ্ধর্তন কর্মকর্তারা।
এরআগে সকালে প্রতিমন্ত্রী মানিকগঞ্জের পাটুরিয়া থেকে স্প্রীড বোর্ড যোগে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেজ-২)’র ভাঙন কবলিত পদ্মার তীর প্রতিরক্ষা বাঁধ পরির্দশনে আসেন। এরপর রাজবাড়ীর কালুখালী উপজেলার ভাঙন কবলিত এলাকা পরির্দশন যান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































