এসপি’র সাহসী উদ্যোগে দৌলতদিয়া ঘাট ছেড়ে পালালো ট্রাক-দালালরা –
- Update Time : ১০:৩৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরির টিকিট বিক্রিপদ্ধতির পরিবর্তন ও রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে স্থানীয় প্রভাবশালী ট্রাক দালাল চক্র কোনঠাসা হয়ে পড়েছে। সেখানে দালাল গ্রেপ্তারে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত থাকায় ট্রাক দালালরা ওই ঘাট এলাকা ছেড়ে পালিয়েছে। ফেরিপার হতে দৌলতদিয়া ঘাটে আসা পণ্যবাহী ট্রাক চালকদের এখন আর আগের মতো অতিরিক্ত টাকায় দালাল ধরতে হচ্ছে না। চালকরা নিজ হাতে বিআইডাব্লিউটিসির কাউন্টার থেকে সরকার নির্ধারিত মূল্যে টিকিট সংগ্রহের পর সিরিয়াল মেনে তারা ফেরিপার হতে পারছেন। ট্রাকপারাপারে দৌলতদিয়া ঘাটের দৈনন্দিন চিত্র পাল্টে বর্তমান সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। ট্রাকচালকরা এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।
যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী পণ্যবোঝাই এক ট্রাকের চালক আকরাম সরদার বলেন, গত তিন বছর যাবত আমি দৌলতদিয়া ঘাট দিয়ে নিয়মিত যাতায়াত করছি। এই ঘাটে এসে দালাল না ধরলে ফেরির টিকিট পাওয়া যেতো না। বহু দিন পর এখন কোন দালাল ছাড়াই আমরা নিজ হাতে কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনতে পারছি। ফেরির টিকিটমূল্যের বাইরে অতিরিক্ত কোন টাকাও আমাদের খরচ করতে হচ্ছে না।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগে দৌলতদিয়া-পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌরুট। দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকাগামী বিভিন্ন গাড়ির পাশাপাশি প্রতিদিন গড়ে ৭০০ পণ্যবাহী ট্রাক ফেরিপার হয়ে থাকে। এদিকে ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, দৌলতদিয়া ঘাটে বিআইডাব্লিউটিসির ফেরির টিকিট বুকিং কাউন্টার ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য চলছিল দীর্ঘকাল যাবত। ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী কতিপয় নেতার ছত্রছায়ায় গড়ে ওঠা ওই দালালচক্রে দুই শতাধিক সদস্য রয়েছে। টিকিট সংগ্রহের পাশাপাশি সিরিয়াল ভেঙে দ্রুত ফেরিপার করে দেওয়ার কথা বলে বিভিন্ন পণ্যবাহী ট্রাকচালকদের জিম্মি করে প্রতিদিন তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। সংশ্লিষ্ট দালালরা ক্ষমতাসীন হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকার কেউ কখনো মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতে রাজবাড়ীর পুলিশ সুপারের নির্দেশনায় দৌলতদিয়া ঘাটে ট্রাকদালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থানে মাঠে নামে পুলিশ। পাশাপাশি ট্রাকপারাপারে বিআইডাব্লিউটিসির কাউন্টারে ফেরির টিকিট বিক্রিপদ্ধতির পরিবর্তন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ফেরিপার হতে দৌলতদিয়া ঘাটে আসা পণ্যবাহী ট্রাকচালকদের এখন আর আগের মতো অতিরিক্ত টাকায় দালাল ধরতে হচ্ছে না।
এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, দৌলতদিয়া ঘাটে ট্রাকদালালদের দৌরাত্ম্য বন্ধে ফেরির টকিট বিক্রির প্রচলিত পদ্ধতির পরিবর্তন করা হয়েছে। এখন কাউন্টার থেকে প্রতিটি ট্রাকের ‘ব্লু-বুক’ দেখে তবেই সংশ্লিষ্ট ট্রাকচালকের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে। ‘ব্লু-বুক’ দেখাতে না পারলে কোন ট্রাকচালক বা চালকের সহকারির কাছে ফেরির কোন টিকিট বিক্রি করা হচ্ছে না।
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম জানান, ঘাটে ট্রাকদালাল চক্রের দৌরাত্ম্য ও গণপরিবহণে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন ট্রাক দালালকে হাতেনাতে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































