বালিয়াকান্দিতে মোটরসাইকেল আরোহি ব্যবসায়ী নিহত, অবৈধ পটাং গাড়ীতে আগুন
- Update Time : ১০:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২১ Time View

মেহেদী হাসান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালি টানার স্যালে ইঞ্জিন চালিত অবৈধ (পটাং) গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী মতিয়ার রহমান (৫৫) এর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা অবৈধ পটাং গাড়ীতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় তার স্ত্রী জোৎস্না ওরফে রিক্তা (৪৪) মারাত্বক আহত হয়। মতিয়ার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মজিবর রহমানের ছেলে ও নারুয়া বাজারের টুপি ব্যবসায়ী, আহত রিক্তা মতিয়ার রহমানের স্ত্রী।
রবিবার দুপুরে বালিয়াকান্দি-পাংশা সড়কের সদর ইউনিয়নের শালমারা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল ও বালি টানা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানান মতিয়ার রহমান ও তার স্ত্রী জোসনা বেগম ওরফে রিক্তা মোটরসাইকেল যোগে বালিয়াকান্দি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে শালমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে অবৈধ ইঞ্জিন চালিত বালি টানা (পটাং) গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এলাকার লোকজন তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মতিয়ার রহমানের মৃত্য হয়। বিক্ষুব্ধ জনতা অবৈধ পটাং গাড়ীতে আগুন ধরিয়ে দেয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































