করোনা ভাইরাস প্রতিরোধে গানে গানে জেলা পুলিশের সচেতনতা সৃষ্টির চেষ্টা –
- Update Time : ১০:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষে হাট-বাজারে, পাড়া ও মহল্লায় গানে গানে অভিনব প্রচার চালাচ্ছে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা। গত মঙ্গলবার থেকেই পুলিশ সদস্যরা এই প্রচারনা শুরু করেছেন।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক বলেন, গ্রামাঞ্চলের জনসাধারনের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে আমরা দীর্ঘদিন ধরেই সচেতনতা পুলিশ কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে গানে গানে প্রচারনা চালানো হচ্ছে। এতে সাধারন মানুষ আরো বেশি সচেতন হবে। এ কর্যক্রমের উদ্বোধন করেছেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা। বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে এ প্রচারনাকালে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন। এর পর থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া, মহল্লায় থানা পুলিশ সদস্যরা করোনা ভাইরাস সম্পর্কে গানে গানে সচেতনতা সৃষ্টি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































