রাজবাড়ীর খোলাবাড়ীয়ায় দোকান চুরির ঘটনায় মামলামালসহ চোর গ্রেপ্তার –
- Update Time : ১১:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া বাজারের জনৈক শরিফ সেখের দোকান চুরির ঘটনায় আংশিক মামলামালসহ জামাল শেখ (৩০) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে। জামাল ফরিদপুর জেলা সদরের খোশা গোপালপুর গ্রামের খলিল শেখের ছেলে।
দোকান মালিক শরিফ সেখ জানিয়েছেন, তার মুদি দোকানের চালের টিন কেটে ও ঝাপ ভেঙ্গে গত ১১ সেপ্টেম্বর রাতের কোন এক সময় অজ্ঞত চোর দোকানে প্রবেশ করে এবং ভেতরে থাকা ১টি টেলিভিশন, সাউন্ড বক্স, সিগারেটসহ বিভিন্ন মালামাল চুরি হয়। যে কারণে তিনি গত বুধবার রাতে অজ্ঞাত চোরের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই খোকন চন্দ্র দাশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১১টার দিকে থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে সদর উপজেলার খালাবাড়ীয়া গ্রামের জনৈক অজিবরের ভাটা থেকে চোর জামাল শেখকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে চুরি হওয়া সিগারেট ও চানাচুরসহ গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































