পাংশার মদিনা ক্লিনিক ও শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান, জরিমানা

- Update Time : ১০:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলায় দুইটি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ও একটি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ওই সময় ১৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
জানাগেছে, গত সোমবার পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার এর নেতৃত্বে জেলার পাংশা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ও ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় দুইটি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে ৩ হাজার ৫শত টাকা জরিমানা ও মোট ২৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে পাংশার মদিনা ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস ও সহকারী পরিচালক মাহফুজুর রহমান। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়