প্রবাসী বন্ধু’র স্ত্রীকে একাধিকবার ধর্ষণ, নগ্ন ভিডিও ধারাণ, টাকা আদায় –

- Update Time : ০২:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বন্ধু কাতার প্রবাসী। আর সে সুযোগা বন্ধুর বাড়ীতে অবাধ যাতায়াত। সুকৌশলে বন্ধুর স্ত্রী (৩২)-এর সাথে বন্ধুত্ব স্থাপন। পরবর্তীতে আতœীয়ের বাড়ীতে বেড়ানোর কথা বলে ধর্ষণ, গোপনে নগ্ন ভিডিও ধারণ। এর পর ওই ভিডিও দেখিয়ে দিনে পর দিন ডেকে এনে ধর্ষণ এবং বন্ধুর স্ত্রীর কাছ থেকে নগদ টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
ওই অভিযোগে গত রবিবার সকালে রাজবাড়ীর পাংশা থানায় ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি ও রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের আফসার সরদারের ছেলে আরজু সরদার (২৩) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলায় ওই নারী জানিয়েছেন, তার বিয়ে হয় ৮ বছর আগে। তার ৭ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তিন বছর আগে তার স্বামী কাতার প্রবাসী হন। এরই মাঝে তাদের বাড়ীতে স্বামীর বন্ধু হিসেবে আসা যাওয়া বাড়িয়ে দেন আরজু সরদার। এরই অংশ হিসেবে তাকে জেলার পাংশা পৌরসভার জনৈক মুক্তি খাতুনের ভাড়া বাসায় বেড়াতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে এবং গোপনে সেই দৃশ্য ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার কথা বলে বেশ কয়েকবার একই স্থানে আরজু তাকে ডেকে যায় এবং ধর্ষন করে। সেই সাথে ভয় দেখিয়ে ২০ হাজার টাকা নেয়। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারী একই বাসায় নিয়ে পুনরায় ধর্ষণ ও ভিডিও ধারন এবং আরো টাকা দাবী করে ভয় ভীতি প্রদর্শন করে। যে কারণে তিনি তার পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পাংশা থানায় মামলা দায়ের করেছেন।
পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন জানান, ওই মামলার প্রেক্ষিতে আসামি আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে তার মোবাইল ফোন থেকে ভিডিও উদ্ধার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়