জেলা প্রশাসকের বালিয়াকান্দির গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকার গ্রামগুলো সোমবার বিকালে নৌকায় চড়ে পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান।
রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান গড়াই নদীর সোনাকান্দর খেয়াঘাট থেকে নৌকায় চড়ে সোনাকান্দর, নারুয়া, বাকসাডাঙ্গী, জামসাপুর, কোনাগ্রাম, মরাবিলা গ্রামের ভাঙ্গন কবলিত গ্রাম, বেড়িবাঁধ, বাড়ী-ঘর, পাকাসড়ক পরিদর্শন করেন। এসময় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান রাবেয়া খানম, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সেলিম মোল্যা, সার্ভেয়ার মাহমুদুল হাসান, ইউনিয়ন ভুমি কর্মকর্তা আবুল হাশেম, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান মনজু, ওয়াজেদ আলী মোল্যা, পাপিয়া সুলতানা, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সোহেল রানা, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম, সনজিৎ দাস, সবুজ শিকদারসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।