দৌলতদিয়া লঞ্চ ঘাটে ভ্রাম্যমান আদালতে পর পর দু’দিন অভিযান, চার লঞ্চ মালিককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক :
গত শুক্রবার ও শনিবার পৃথক ভাবে দৌলতদিয়া লঞ্চ ঘাটে ভ্রামমান আদালত পরিচালনা করা হয়েছে। আদালত ওই ঘাটের চার লঞ্চ মালিকের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জানাগেছে, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে চলাচলকারী ফিটনেছ বিহিন একাধিক লঞ্চ সনাক্ত করে আদালত। গত শুক্রবার অভ্যন্তরিন নৌ-যান চলাচল অধ্যাদেশ ১৯৭৬ সালের ৬২ ধারা মোতাবেক লঞ্চ মালিক আরিফকে ২ হাজার, তালেবুর রহমানকে ৫শত ও ফিরোজ হোসেনবে ৫শত টাকা এবং শনিবার দুপুরে আবুল হোসেন নামক অপর মালিককের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। অপর দিকে, একই আদালত দৌলতদিয়া বাস স্ট্যান্ডে ভোক্তা অধিকার সংরক্ষণ আই ২০০৯ সালের ৩৮ ধারা মোতাবেক খাবার হোটেল মালিক হাসানকে ৫শত এবং শামসু মিয়াকে ৫শত টাকা জরিমানা করে।