দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা থেকে তিন শত পিচ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে গত শুক্রবার রাত ৯ টার দিকে তিন শত বোতল ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হলো, জেলার গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দী গ্রামের ভাষান সেখের ছেলে আজাদ সেখ (৩০) ও আব্দুর রহমান সেখের ছেলে শহিদুল ইসলাম সেখ (৪০)।
র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের মেজর মোঃ মোজাম্মেল হক জানান, দৌলতদিয়ার ১ নং ফেরী ঘাট এলাকার পাশে পদ্মা নদীর মধ্যে একটি ট্রলারে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় আজাদ সেখ ও শহিদুল ইসলামকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং ওই ট্রলারের মধ্য থেকে তিন শত পিচ ফেনসিডিল উদ্ধার করে। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, মাদক পাচারকারীরা সীমান্ত এলাকা থেকে ট্রেন যোগে ফেনসিডিল গুলো জেলা সদরের পাঁচুরিয়া রেল ষ্টেশনে নামায়। এরপর তা নদীপথে ট্রলার যোগে দৌলতদিয়া যৌনপল্লী ও গোলালন্দ বাজার এলাকায় এনে বিক্রি করে।