মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের জমির দজিল হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক :
বীর মুক্তিযোদ্ধার আলহাজ্ব আকবর আলী মর্জি ছিলেন মুক্তিযুদ্ধকালিন কমান্ডার। বর্তমানে তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং রাজবাড়ীর জেলা পরিষদ প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। বীর মুক্তিযোদ্ধার হওয়ায় এখনো মুক্তিযোদ্ধাদের কল্যানে রয়েছেন নিবেদিত। সম্প্রতিক সময়ে সরকার প্রতিটি জেলা শহরে একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপনের ঘোষনা দিয়েছেন। এর অংশ হিসেবে জেলা প্রশাসন শহরের নানা স্থানে ওই কমপ্লেক্সে তৈরীর জন্য জায়গা দেখা শুরু করে। এক পর্যায়ে জেলা শহরের ড্রাই আইস ফ্যাক্টরী এলাকায় থাকা আকবর আলী মর্জির নামীয় ১ শত ১৫ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ জমি পরিদর্শন শেষে ওই জমিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরীর ইচ্ছা প্রকাশ করেন, জেলা প্রশাসক। প্রায় এক কোটি টাকা মূল্যের ওই জমির মালিকানা গত মঙ্গলবার সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক দলিল হস্তান্তর অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান, জমিদাতা আলহাজ্ব আকবর আলী মর্জি, এনএসআই-এর উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, সাব রেজিষ্টার মোঃ আইয়ুব আলী মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব হিরু, নুর মোহাম্মদ ভুইয়া, ডাঃ আব্দুর রহিম মোল্লা প্রমুখ।
জানাগেছে, দান করা ৮ শতাংশ জমির বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। তবে এ জমি সরকার নির্ধারিত ৫ লাখ ৮৬ হাজার টাকায় আকবর আলী মর্জি প্রদান করেন।
জমি দান করার পর আকবর আলী মর্জি বলেন, তিনি মুত্তিযোদ্ধাদের পাশে সব সময় থাকতে চান। যে কারণেই তিনি ওই জমি দান করেছেন।