দৌলতদিয়ায় দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে রাজবাড়ীর দৌলতদিয়ার তিন নম্বর ফেরীঘাট এলাকায় এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫ জন। নিহতের নাম আব্দুল হামিদ।
গোযালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত যুবক কুষ্টিয়ার অধিবাসী। হামিদের বয়স আনুমানিক ৩০ বছর এবং তার বাবার নাম মোহাম্মদ আলী। হামিদ ঈদ উৎযাপন করতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী এবং থানা পুলিশ সূত্র জানিয়েছে, রোববার রাত আটটার দিকে পাটুরিয়া ঘাট থেকে এমভি রুনা নামের একটি লঞ্চ দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে দৌলৎদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায় এমভি পর্বত নামের আরেকটি লঞ্চ। দুটি লঞ্চ দৌলৎদিয়া তিন নম্বর ফেরীঘাট এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এমভি রুনার রেলিং ও সামনের অংশ ভেঙে যায়। সংঘর্ষে আব্দুল হামিদ ফেরী ঘাটেরর পল্টনের ওপর ছিটকে পরে এবং তাৎক্ষণিকভাবেই মারা যান।
পুলিশ লাশটি উদ্ধার করে তার পরিচয় নিশ্চিত করেছে।