কালুখালীর মাঝবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দাবী
কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে কাজী সাইফুল ইসলাম বিজয়ী হন। সাইফুলের বিজয় এবং তিনি কালুখালীর মাঝবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়। এখনো ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য অবস্থায় রয়েছে। কোন রকমে কাজ চালিয়ে নিচ্ছেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। যে কারণে এলাকাবাসীরা ওই শূন্য পদে জরুরী ভিত্তিতে উপ-নির্বাচনের দাবী জানিয়েছেন। এলাকাবাসীর পক্ষে গত ১৭ জুলাই মাঝবাড়ী ইউনিয়নের কয়ারদি গ্রামের মৃত আব্দুল জলিল মন্ডলের ছেলে সাইদুল ইসলাম শাহিন রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে লিখিত ভাবে আবেদন করেছেন।
ওই আবেদনে সাইদুল ইসলাম শাহিন বলেন, মাছবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম গত ১৯ মে অনুষ্ঠিত কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে গত ১৫ জুন শপথও গ্রহণ করেছেন। বর্তমানে প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার মোল্লা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করছেন। তবে আব্দুস সাত্তার মোল্লা সঠিক ভাবে দায়ীত্ব পালন করতে না পারায় স্থানীয় লোকজন হয়রানীর স্বীকার হচ্ছেন। যে কারণে তিনি চেয়ারম্যানের শূন্য পদে নির্বাচনের দাবী জানিয়েছেন।