পাংশা বাজারের অন্তিক কম্পিউটার গ্যালারী ভাংচুর ॥ আহত ৩
রাজবাড়ীর পাংশা পৌর শহরের ডাক বাংলো মার্কেটের ব্যাবসায়ী বিএনপি নেতা ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজার ছেলে অন্তরের মালিকানাধিন অন্তিক কম্পিউটার গ্যালারী ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে অন্তিক কম্পিউটার গ্যালারীত এক ক্রেতা গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে হাতাহাতি হয়। পরে ওই ক্রেতার লোকজন এসে অন্তিক কম্পিউটার গ্যালারী ভাংচুর করে। এ সময় অন্তর তার ১ কর্মচারী ও ওই ক্রেতা আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে সুত্র জানিয়েছে। এ সংবাদ লেখাপর্যন্ত বিষয়টি মিমাংশার চেষ্টা চলছে বলে একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছেন।