ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় ১ আগষ্ট থেকে রাজবাড়ী বাজারকে ফরমালিন মুক্ত করার ঘোষণা
গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামী ১ আগষ্ট থেকে রাজবাড়ী বাজারকে ফরমালিন মুক্ত বাজার হিসেবে ঘোষনা করা হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম আনসারুজ্জামান, রাজবাড়ী বাজার কমিটির সভাপতি আব্দুল মতিন মন্ডল, জেলা চেম্বার অফ কমার্সেও কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সভায় জানানো হয়, রাজবাড়ী বাজার ব্যবসায়ীরা আগামী ১৫ দিনের মধ্যে ফরমালিন সনাক্তকরণ মেশিন ক্রয় করবে এবং আগামী ১ আগষ্ট থেকে রাজবাড়ী বাজারকে ফরমালিন মুক্ত বাজার হিসেবে ঘোষনা করা হবে।