গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
আজু শিকদার :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জলিল মুন্সির পাড়া গ্রামে লাঠিয়াল আ. কাদের মৃধার স্মরণে লাঠি খেলার আয়োজন করেন স্থানীয় সমাজ সেবক আ. হামিদ মৃধা।
প্রায় হারিয়ে যাওয়া আবহমান বাংলার ঐতিহ্যের স্বাদ পেতে গত রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন অঞ্চলের লাঠিয়াল দল এতে অংশগ্রহন করেন। বাদ্যের তালে তালে ঐতিহ্যবাহী লাঠি খেলার বিভিন্ন কলা কৌশল দেখে মুগ্ধ হন উপস্থিত সহস্রারাধিক দর্শনার্থী।
এ সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহ্বুবুর রাব্বানী, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী সরদার, আব্দুল জলিল মুন্সি, মো. আব্দুস সালাম মোল্লা প্রমুখ।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক খেলার মধ্যে লাঠি খেলা অন্যতম। কিন্তু সময়ের প্রয়োজনে সভ্যতার বিবর্তনে আধুনিক সব খেলার ভিড়ে প্রায় বিলুপ্তির পথে এ লাঠি খেলা। এক সময় গ্রাম-শহরের মানুষ ঢাক-ঢোল পিটিয়ে প্রতিনিয়ত আয়োজন করত লাঠি খেলার। বিয়ে, খাৎনাসহ বিভিন্ন অনুষ্ঠানে লাঠি খেলার আয়োজন না থাকলে সে অনুষ্ঠান যেন থেকে যেত অসম্পন্ন।