আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন
আল মামুন আরজু :
গত রবিবার সকালে জেলা ভিত্তিক আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নির্দেশে রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে ওই প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে কলেজের প্রণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নুরুজ্জামান, উদ্ভিদবিদ্য বিভাগের বিভাগীয় প্রধান ড. মতিউর রহমান, শারীবিক শিক্ষক খায়রুল ইসলাম, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ নবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলার ৫টি উপজেলার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেট ও এ্যাথলেটিক্স প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে। এ প্রতিযোগীতা গতকাল থেকে শুরু হয়ে আগামী ২৭ অক্টোবর সমাপনী অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনীর মধ্য দিয়ে শেষ হবে।