বিদ্যুৎ স্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
গত শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা সদরের পাচুরিয়া ইউনিয়নের ব্রক্ষণদিয়া গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ওই রাজমিস্ত্রীর নাম জয়নাল মিয়া (৫৫)। তার পিতার নাম আব্দুল জলিল মিয়া। বাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের জয়পুর গ্রামে।
অপরমিস্ত্রী আব্দুল আজিজ সেখ বলেন, তারা জেলা সদরের পাচুরিয়া ইউনিয়নের ব্রক্ষণদিয়া গ্রামের জনৈক আব্বাসের বাড়ীতে কাজ করছিলেন। দুপর দেড় টার দিকে ভবনের কাঠ সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে বাড়ীর উপর দিয়ে যাওয়া বৈদ্যুতক লাইনের স্পর্শে চলে যায় জয়নাল মিস্ত্রী। এ সময় সে সে মাটিতে পরে যায়। তাকে সে সময়ই রাজবাড়ী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষানা করে।