সূর্যনগরে অনুষ্ঠিত হয়েছে লালন উৎসব
নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ী জেলা সদরের সূর্যনগরে মরহুম ইব্রাহিম মোল্লার স্মরণে অনুষ্ঠিত হয়েছে লালন উৎসব। সূর্যনগর বাজারে গত শুক্রবার এই উৎসবে শুকুর মোল্লা সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান।
সভায় ফকির লালন শাহ’র জীবনের ওপর বিষদ আলোচনা করেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, টুকু মিয়াজি, আজম মন্ডল, আব্দুল খালেক নাদু প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চলনার দায়িত্ব পালন করেন, শিহাব আহম্মেদ। আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় লালন সংগীত। এতে অংশ নেন, দেশের খ্যাতিমান লালন শিল্পী ফকির টুনটুন শাহ ও বাউল রাজ্জাক শাহসহ স্থাণীয় শিল্পীরা।