গীতিকার জামাল হাবীবের স্মরণে শোক সভা
মেহদী হাসান :
রাজবাড়ীর সাধক গীতিকবি, সুরকার, শিল্পী ও সংগঠক প্রায়াত জামাল হাবীব ওরফে হাবু’র স্মরণে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে শোক ও স্মরণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী।
গীতিকবি জামাল হাবিব হাবু স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শোক ও স্মরণ সভায় সভাপত্বি করেন, সংগঠনের সভাপতি ফকির শাহাদত হোসেন। অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান এডঃ এমএ খালেক, প্রফেসর মতিয়ার রহমান, এডঃ শফিকুল আজম মামুন, অধ্যাপক সৌমেন পাল, আরিফুর রহমান, হাবুর বড় ছেলে ইঞ্জিনিয়ার জামাল আল মামুন মুক্তার, সংগঠনের সদস্য সচিব আজাদ সিদ্দিকী মিলন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক ধিরেন্দ্রনাথ দাস। সভার শুরুতে হাবু’র স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।