বিএনপি’র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মেহেদী হাসান :
সোমবার বিকালে রাজবাড়ীতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালীটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কাযালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপি’র সহ-সভাপতি এডঃ আসাদুজ্জামান লাল, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, ভিপি গাজী আহসান হাবিব, এ মজিদ বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন। র্যালীতে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এমএ খালেক, ভাইস-চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটিসহ জেলা ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।