গোয়ালন্দে ট্রেনে কেটে পা হরালো এক ব্যক্তি
আজু সিকদার :
রাজবাড়ীর গোয়ালন্দে রবিবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি তার পা হারিয়েছেন।
রেলওয়ে পুলিশের গোয়ালন্দ ফাঁড়ির এএসআই আবু বাকের জানান, পোড়াদহ থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী সার্টেল ট্রেনটি রবিবার ভোর সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে আসলে অজ্ঞাত ওই লোক ট্রেনে কাটা পরে। এ সংবাদ শুনে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন পায়ের অংশ উদ্ধার করে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট রেলওয়ে ফাঁড়ি থানায় একটি সাধারন ডায়রী লিপিবদ্ধ করা হয়েছে।
স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই লোক রেল লাইন অতিক্রম করার সময় লাইনের পাশের তারে পা আটকে লাইনের মধ্যে পরে যায়। এসময় পায়ের উপর দিয়ে দ্রুতগামী সার্টেল ট্রেন চলে গেলে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার সাথে থাকা অপর ব্যাক্তি আহত ওই লোকটিকে ট্রলার যোগে মানিকগঞ্জে নিয়ে যায় বলে তারা জানান।