মিজানপুরে বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
রাজবাড়ী বার্তা নিউজ :
“১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে মা নয়”-এ শ্লোগানকে সামনে রেখে গত সোমবার সকালে রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকায় নারী “বাল্য বিয়েসহ সকল প্রকার নারী নির্যাতন প্রতিরোধে” মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রাজবাড়ী-জৌকুড়া সড়কের সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চলে ওই মানববন্ধন কর্মসূচী। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে অনুষ্ঠিত মাননবন্ধনে বক্তৃতা করেন, মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান, সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাস, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক জয়মালা মন্ডল, সুমন কুমার, প্রশিক্ষক হাসান আল মামুন, আব্দুল্লাহ আল কবীর প্রমুখ। এতে ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীসহ এলাকার বাসিন্দার অংশ গ্রহণ করেন।