কালুখালীতে মিড ডে মিল অনুষ্ঠিত
শহিদুল ইসলাম :
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন,শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিতকরন ও অপুষ্টি রোধ কল্পে গত বুধবার থেকে রাজবাড়ীর কালুখালী উপজেলার তোফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসুচি চালু হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোসা.কামরুন্নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসুচির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাবু নিপেন্দ্র নাথ বিশ্বাস,রতনদিয়া ইউপির চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, স্থানীয় ইউপি সদস্য খাইরুল ইসলাম খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সাধারন সম্পাদক অজয় কুমার দত্ত, তোফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি হাজী আঃ হালিম, প্রধান শিক্ষক অসীত কুমার ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয়দের সহযোগীতায় প্রতি শনিবার, সোমবার ও বুধবার এ কর্মসুচি চলমান থাকবে। উদ্বোধন দিনে ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল এ কর্মসুচির আর্থিক সহায়তা প্রদান করেন।