রাজবাড়ী রেলষ্টেশন থেকে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
লিটন চক্রবর্তী :
রাজবাড়ী রেলষ্টেশনের ১ নং প্লাট ফর্ম থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ৪৮ বোতল ফেনসিডিলসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী সার্কেলের ইন্সেপেক্টর আমিরুজ্জামানের নেতৃত্বে ৪৮ বোতল ফেনসিডিলসহ একটি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ইয়াকুব আলী (৩০) কে গ্রেপ্তার করে। ইয়াকুব চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ীয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজবাড়ীর বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয়ের স্পটে পৌছে দিতো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী সার্কেলের ইন্সেপেক্টর আমিরুজ্জামান জানান, জেলার বিভিন্ন স্পটে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।