বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় শুরু
রুবেলুর রহমান :
“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সরকারী কলেজ বাঁধন ইউনিট (স্বেচ্ছায় রক্তদাতদের সংগঠন) একাদশ শ্রেনী ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ৩ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টায় রাজবাড়ী সরকারী কলেজ বাঁধন ইউনিটের আয়োজনে ইউনিটের অফিস কক্ষে এ গ্রুপিং কর্মসূচী শুরু হয়। বুধ, বৃহস্পতি ও শনিবার এ কর্মসূচী চলবে।
এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজ বাঁধন ইউনিটের সভাপতি অমরেশ কুমার, সহ-সভাপতি রুবেলুর রহমান, ইমরান মোল্লা, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম-সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ শেখ তুহিন আহম্মেদ, কেন্দ্রীয় প্রতিনিধি নাজমুুুুুুুল আহসান, ছাত্র উপদেষ্টা তাপস কুমার, রঞ্জু আহম্মেদ প্রমূখসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
রাজবাড়ী সরকারী কলেজ বাঁধন ইউনিটের সহ-সভাপতি রুবেলুর রহমান জানান, কলেজে নবাগত ছাত্র-ছাত্রীদের রক্তের জানিয়ে দেওয়ার লক্ষে ভর্তির পরবর্তী সময়ে প্রতি বছরের ন্যায় এবারও বাঁধন ইউনিটের আয়োজনে ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী গ্রহন করা হয়েছ। রক্তদানে উদ্ভুদ্ধ করতে এবং রক্তদিলে উপকার ছাড়া কোন ক্ষতি হয়না এমনটি জানাতে এ কর্মসূচী গ্রহন করা হয়েছে। এমন কর্মসূচী আমরা শুধু এ কলেজেই সিমাবদ্ধ রাখি নাই। বিভিন্ন দিবস বা বিশেষ দিনে জেলার বিভিন্ন স্থানসহ জেলার বাইরেও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।