বালিয়াকান্দিতে শরীরে আগুন লাগিয়ে যুবকের আত্নহত্যার চেষ্টা
কামরুজ্জামান কামরুল :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঠাকুরপাড়া পদমদী গ্রামে গত শনিবার সকালে পারিবারিক বিরোধের জের ধরে শরীরে আগুন লাগিয়ে আতœহত্যার চেষ্টা চালিয়েছে এক যুবক। ওই যুবকের নাম দুখু মিত্রির (২৭)। তার পিতার নাম বাবলু মিত্রির।
জানাগেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের ঠাকুরপাড়া পদমদী গ্রামের বাবলু মিত্রির ছেলে দুখু মিত্রির (২৭) ২মাস পুর্বে রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট গ্রামের সুমা রানী মিত্রির সাথে বিয়ে হয়। এরই মধ্যে স্বামী-স্ত্রীর মাঝে আতœকলহের সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে শনিবার সকালে দুখু মিত্রির নিজের গায়ে কেরোসিন ঢেলে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়ীর লোকজন দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।