গোয়ালন্দ আ. হালিম মিয়া কলেজে শিক্ষাক্রমের উদ্বোধন
আজু সিকদার :
গত বুধবার সদ্য প্রতিষ্ঠিত গোয়ালন্দ উপজেলার আব্দুল হলিম মিয়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষাক্রমের উদ্বোধন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ বিলকিছ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক নুরুজ্জামান ফকীর, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম মন্ডল, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. মজিবর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ছিদ্দিক মিয়া, আবুল কাশেম মন্ডল, ইঞ্জিনিয়র আব্দুস সালাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজু শিকদারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে একটি কলম, খাতা ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।