জাতীয় শিক্ষা সপ্তাহ জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হাসান
- Update Time : ০৮:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান।
মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ জাতীয় পর্যায়ের কমিটি শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান নির্বাচিত করেছেন।
গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে চাকুরী জীবনে তিনি এর আগেও ২০১৮ সালে ঢাকা বিভাগের শেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বদলি জনিত কারণে গত বছরের ১১ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলায় যোগদান করেন। এ বছর ২০২৩ সালে তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কর্মরত অবস্থায় স্টেক হোল্ডার সাথে সহযোগিতার মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা, পেশাগত সৃজনশীল প্রকাশনা, আই সি টি বিষয়ে দক্ষতা, উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং করা, পুরস্কার ও এমপিও কাজে স্বচ্ছতাসহ দক্ষতার কারণে জেলা প্রশাসকের সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে তাকে জেলার শেষ্ঠ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চলের পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ঢাকা বিভাগীয় পর্যায়ের সদস্য সচিব প্রফেসর মোঃ মনোয়ার হোসেন ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করেন।
জাতীয় পর্যায়ে শেষ্ঠ নির্বাচিত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান বলেন, এ স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা বাড়িয়ে দেবে। এসডিজি-৪, চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আরও যতœবান ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়